কাপ্তাই উপজেলার রাইখালীতে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার রাইখালী ইউনিয়নে গতকাল উৎসব ও আনন্দ মুখর পরিবেশে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। রাইখাইলী রিফিউজি পাড়া সরকারি প্রারথমিক বিদ্যাল মাঠে দিন ব্যাপী আয়োজিত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার আঁখি তালুকদার। রাইখালী ইউনিয়নে অবস্থিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দাশের সভাপতিত্বে এবং খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে, নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন, রাইখালী ইউনয়িনের ২নং ওয়ার্ডের মেম্বার ম্রাখাইসিং মারমা পুতুল, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ হানিফ, নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মংসা থোয়াই চৌধুরী পাভেল এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজন করায় প্রধান অতিথি আঁখি তালুকদার আয়াজকদের ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধবরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া