কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অংসুইছাইন কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টি ও এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে। একই মামলার আসামি মো. জুনায়েদ হোসেন (২৫) নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে এদিন।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অংসুইছাইন চৌধুরীকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার রাঙামাটির আদালতে সোপর্দ করার পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত দখল ও পলিথিন শপিং ব্যাগ ব্যবহার
পরবর্তী নিবন্ধশপথ নিয়েই একশোর বেশি নির্বাহী আদেশে সই ট্রাম্পের