কানের লাল গালিচায় একখণ্ড বাংলাদেশ

দর্শকদের স্ট্যান্ডিং ওভেশন পেল ‘রেহেনা মরিয়ম নূর’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৪:৩৮ পূর্বাহ্ণ

দুই বছর পর বসেছে বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। উৎসবে এবার ইতিহাস গড়ল চট্টগ্রামের ছেলে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে এটি, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
গতকাল বুধবার কানের ডবসি থিয়েটারে ফ্রান্সের স্থানীয় সময় ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিট) প্রথমবারের মত সিনেমাটি প্রদর্শিত হয়। সিনেমাটি দেখতে দর্শকদের লম্বা লাইন দেখা যায় এদিন। প্রায় পৌনে ২ ঘণ্টার সিনেমাটি শুরু থেকে শেষ অবধি পিনপতন নীরবতায় দেখেছেন হল ভর্তি দর্শক। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাত তালিতে মুখরিত করেন ডবসি থিয়েটার।
এ সময় সেখানে উপস্থিত ‘রেহানা মরিয়ম নূর’ এর পুরো টিম আবেগে ভাসেন। অশ্রুসিক্ত হয়ে পড়েন অভিনেত্রী বাঁধন। প্রদর্শনী শেষে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দর্শক আমাদের স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। সেই সাথে সবার হাত তালিতে মুখরিত ছিলো হল রুম। এটা অসাধারণ এক অনুভূতি, বলে বোঝাতে পারবো না।
তিনি আরো বলেন, অনেকটা ভয়ের মধ্যে ছিলাম। বিশেষ করে যে সব দর্শকরা সাবটাইটেল দেখে সিনেমাটি বোঝার চেষ্টা করেছেন, তারা যখন আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন, বাংলাদেশ নিয়ে প্রশংসা করলেন-এই বিষয়টি বলে বোঝানো যাবে না।
কানে বাঁধন ও পরিচালক সাদের সঙ্গে আরও অংশ নিয়েছেন সিনেমাটির প্রযোজক জেরেমি চুয়া, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন ও এঙিকিউটিভ প্রোডিউসার বাবু। প্রদর্শনীর আগে তারা সবাই কানের আকর্ষণীয় লাল গালিচায় হাঁটেন।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন মোকাবিলায় খরচ ২০০ কোটি ডলার : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা উন্নয়নশীল দেশের উদাহরণ : তথ্যমন্ত্রী