সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নোমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার এয়াকুবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নোমান এয়াকুবনগর গ্রামের মো. আলমগীরের ছেলে।
স্থানীয়রা জানান, নোমান ওই এলাকায় রাতের ১০টার দিকে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. আশরাফ সিদ্দিক বলেন, ইয়াকুবনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহতের কোনো খবর আমরা পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।