কানাইমাদারী কাদেরীয়া মাদ্রাসার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির উদ্যোগে মাদ্রাসার মাঠে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গত শুক্রবার অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাক্বামে ইব্রাহীম হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক এম.মনজুর মোরশেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং আমাদের জীবনধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে এই পৃথিবী হয়ে উঠবে আরও বাসযোগ্য।” মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহর সভাপতিত্বে সহসুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেনম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক, মাওলানা মুহাম্মদ মিজানুল হক আলকাদেরী, অভিভাবক সদস্য (নির্বাচিত) যথাক্রমেএম.এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আবদুল আলম, মুহাম্মদ ফরহাদ, শিক্ষক মুহাম্মদ মতিউর রহমান, মুহাম্মদ সাইফুদ্দীন চৌধুরী, মুহাম্মদ ফজলুল করিম, মুহাম্মদ আরমান উদ্দীন, মুহাম্মদ এমরানুল হক মহিউদ্দীন, জিএম আবু হানিফ, মুহাম্মদ রাফি, মুহাম্মদ মিজবাহ, মুহাম্মদ আরমান প্রমুখ। এসময় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হয় এবং আগামী প্রজন্ম গাছপালার গুরুত্ব বুঝতে পারে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং গাছের পরিচর্যার দায়িত্ব তাদের ওপর অর্পণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের প্রত্যাশায় এই বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএস এম ফজলুল হকের মাতার জানাজা ও দাফন সম্পন্ন
পরবর্তী নিবন্ধডিজিজ বায়োলজি রিসার্চ গ্রুপের স্বাস্থ্য গবেষণা বিষয়ক কর্মশালা