কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের অর্থায়নে ২০ লাখ টাকার বাউন্ডারি ওয়াল নির্মাণ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাউন্ডারি ওয়াল উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী (মা:জি:আ)। মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহর সভাপতিত্বে অতিথি ছিলেন–মাদ্রাসার আজীবন দাতা, শিক্ষানুরাগী মুহাম্মদ দিদারুল রশিদ, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার দায়িত্বশীল মুহাম্মদ ফেরদৌস আলম, শিক্ষানুরাগী মুহাম্মদ আবুল বশর শিকদার, মুহাম্মদ আলী আক্কাস মানিক, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুহাম্মদ শাহেদ। এ সময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই বাউন্ডারি ওয়াল নির্মাণ একটি সময়োপযোগী উদ্যোগ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা আরও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পাঠগ্রহণ করতে পারবে। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষা খাতে অব্যাহত উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করার জন্য। সহ–সুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন–ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক, অভিভাবক সদস্য (নির্বাচিত) এম.এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আবদুল আলম, মুহাম্মদ ফরহাদ, ইয়াছমিন আকতার, শিক্ষক প্রতিনিধি মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী, আহমদ কবির, হানিফা বেগম, মাওলানা মুহাম্মদ আবু হানিফ, মাওলানা মুহাম্মদ মিজানুল হক, মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, মাস্টার মোহাম্মদ সুলাইমান, মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন মজিদী, মতিউর রহমান, শারমিন সুলতানা, কাজী মুহাম্মদ আবদুর রহিম, রুনা আকতার, মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ নেজাম উদ্দীন নঈমী, হাফেজ মুহাম্মদ সেকান্দর, রশিদ আহমদ, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ মহিবুল্লাহ, মুহাম্মদ ফোরকান, পিংকি আকতার প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।