কানপুরে বানর ঠেকাতে লেঙ্গুর নিয়োগ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে বেশ আগে ভাগেই শেষ হয়েছে। কানপুরে নিরাপত্তার ব্যাপারটা বেশ কড়াকড়িভাবে দেখছে সেখানকার আইন শৃংখলা বাহিনী। তাই বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সোচ্চার ছিল ভারত। তবে কানপুরে নিরাপত্তার বিষয়ে বাড়তি কিছুও চিন্তা করতে হচ্ছে কর্তৃপক্ষকে। আর তা হচ্ছে বানরের আক্রমণ থেকে রক্ষা পাওয়া। আর এই বানরের আক্রমণ থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি ‘লেঙ্গুর’ (হনুমান) নিয়োগ দিয়েছে তারা। মূলত বানরের আক্রমণ থেকে দর্শকদের বাঁচাতে এই পদক্ষেপ নিয়েছে কানপুর কর্তৃপক্ষ। দুই ম্যাচ টেস্টের দ্বিতীয়টি অনুষ্ঠিত হচ্ছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে রয়েছে বানরের আক্রমণের আতঙ্ক। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, স্টেডিয়ামের চারপাশে থাকা বানর হুট করেই দর্শকদের হাত থেকে খাবার, মোবাইল, ক্যামেরাসহ প্রয়োজনীয় জিনিস ছিনিয়ে নেয়। বানরের এই আতঙ্ক থেকে দর্শকদের বাঁচাতেই এক সেট লেঙ্গুর নিয়োগ করে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান এঙপ্রেসের প্রতিবেদন বলছে, পুলিশের পাশাপাশি লেঙ্গুরকেও নিরাপত্তা দিতে দেখা গিয়েছে গ্রিন পার্ক স্টেডিয়ামে। বানরের আক্রমণ থেকে দর্শকদের বাঁচানোর জন্য চারপাশে হনুমানের উপস্থিতি দেখা গিয়েছে। স্টেডিয়াম পরিচালক সঞ্জয় কাপুর এই ব্যাপারে বলেন বানরের আক্রমণ থেকে বাঁচতে আমরা লেঙ্গুর নিয়োগ দিয়েছি। কারন এদের দেখলে বানর পালিয়ে যায়। আবার এই লেঙ্গুর গুলো মানুষের কোন ক্ষতি করেনা। বরং মানুষকে রক্ষা করে। সাদা হনুমান হিসেবে পরিচিত এই লেঙ্গুর সর্বক্ষন পাহারা দিচ্ছে বানরের আক্রমন থেকে দর্শকদের বাঁচাতে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বেশির ভাগ টিকেট মিলবে অনলাইনে