কানপুর টেস্টে বৃষ্টির জোরালো সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট খেলবে বাংলাদেশভারত। এই ম্যাচে হামলার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। এসব হুমকি পেরিয়ে এবার মেঘের গর্জন শুনতে পাচ্ছে কানপুর টেস্ট। আগামীকাল শুক্রবার গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকায় এই ম্যাচের প্রথম দিনের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কানপুর টেস্টের প্রথম দুইদিন বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানায়, প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। আর দ্বিতীয় দিন শনিবার সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই টেস্ট নিয়ে আশাবাদী উত্তর প্রদেশের ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল। তিনি বলেন, ‘হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। নিষ্কাশনব্যবস্থাও এখানে ভালো। আশা করছি, পুরো খেলা হবে।’

পূর্ববর্তী নিবন্ধজামেয়ার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন আল্লামা সৈয়্যদ সাবির শাহ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুদিনে আহত ৫৪