কাদেরীয়া চিশতীয়া পরিষদের যুগপূর্তি

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের তিনযুগপূর্তি অনুষ্ঠান এবং গাউসুল আযম শাহ্‌সূফি আল্লামা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) ১১৯তম ওরশ উপলক্ষে আলোচনা সভা গত ১৮ জানুয়ারি আহমদিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এস এম রাকিব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডা. মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ শোয়েব চৌধুরী সুমন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ নাছির উল্লাহ, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ মহসিন আলী, মুহাম্মদ উল্লাহ মেম্বার, মাওলানা মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু। বক্তারা বলেন, সর্বস্তরের মানুষের সেবায় ও জনকল্যাণে উৎসর্গীত থাকাই আউলিয়া কেরামের শিক্ষা। তেমনি অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্বই হলেন গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ কমিশনারের পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব