কাথরিয়ায় অলি আহমদ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৯:০৪ পূর্বাহ্ণ

কাথরিয়ায় মরহুম অলি আহমদ স্মৃতি সংসদ আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৯ মার্চ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় অংশ নেয় নোয়াপাড়া একাদশ এবং পশ্চিম বাগমারা যুব উন্নয়ন একাদশ। নোয়াপাড়া একাদশ ২১ রানে পশ্চিম বাগমারা যুব উন্নয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে কাথরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর উদ্যোগে বাঁশখালীর প্রবীণ ক্রীড়াবিদ মহিউদ্দিন চৌধুরী দিলালকে সংবর্ধনা দেয়া হয়।জামাল আহমদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন এডভোকেট মিজান। বিশেষ অতিথি ছিলেন ৪নং বাহারছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার। উদ্বোধক মাহমুদুল ইসলাম বলেন, কয়েক যুগ ধরে মহিউদ্দিন চৌধুরী দিলাল কাথরিয়া তথা বাঁশখালীর ক্রীড়াঙ্গনে যে অবদান রেখেছেন দেখিয়েছেন তা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। সংবর্ধিত অতিথি মহিউদ্দিন চৌধুরী বলেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা হচ্ছে আজকের দিনটি। আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন আমার এলাকার প্রত্যেক ঘর থেকে যেন একজন করে হলেও ক্রীড়াঙ্গনে আসে তার জন্য উৎসাহ দিয়ে যাব। অনুষ্ঠানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশেষ খেলায় জয় পেল রাফা
পরবর্তী নিবন্ধসিরিজ জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন ডমিঙ্গো