কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্কুলের বিদায় অনুষ্ঠান পণ্ড করা মামলা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করার মামলায় স্থানীয় চেয়ারম্যান ইবনে আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

জানা যায়, বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি না করায় স্থানীয় চেয়ারম্যান ইবনে আমিনের লোকজন অনুষ্ঠান পন্ড করে দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে গত ১৮ মে স্থানীয় চেয়ারম্যান ইবনে আমিন, আব্দুল মান্নান, মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও বিদ্যালয়ে তালা ঝুলানোর অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তভার দেওয়া হয়। পরে ১২ অক্টোবর চট্টগ্রাম সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালত চেয়ারম্যান ইবনে আমিনসহ অপর আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিষয়টি নিশ্চিত করেন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর চৌধুরী।

তবে এ বিষয়ে জানতে চেয়ারম্যান ইবনে আমিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে
পরবর্তী নিবন্ধকর্পোরেট গভর্নেন্সের জন্য আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইস্টার্ন ব্যাংক