কাতালগঞ্জ এসি এম টার্ফ কর্তৃক ব্রাইট কিডস ইন্টার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে সিনিয়র ব্যাচ ও জুনিয়র ব্যাচের মধ্যে দুটি টুর্নামেন্ট আয়োজন করা হয়। জুনিয়র ব্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাইটস রয়েলস ফুটবল টিম এবং সিনিয়র ব্যাচে চ্যাম্পিয়ন হয় ব্রাইট রেড ফুটবল টিম। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সাঁতারু ও ক্রীড়া সংগঠক মো. মাহবুবুর রহমান সাগর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।












