কাতারে বিদ্যুৎস্পৃষ্টে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১:১৮ অপরাহ্ণ

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আমান উল্লাহ আমান (২৬)। সে উপজেলার পারুয়া ইউনিয়নের মো. জাফরের দ্বিতীয় সন্তান। তবে ছোটবেলা থেকেই বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডিঙ্গললোঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকতেন। শনিবার (২ আগস্ট) ভোরে তার লাশ দেশে আনা হয় এবং একইদিন নামাজের জানাজা শেষে লাশ দাফন করা হয়।

মো. তৈয়ব খান নামে নিহতের এক স্বজন জানান, কাতারে উনি ইলেকট্রনিক্সের কাজ করতেন। গত ২৭ জুলাই ইলেকট্রনিকস এর কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

তিনি আরও জানান, ছোট থেকেই বেতাগী নানার বাড়ীতে বেড়ে ওঠা আমান অল্পবয়সে পাড়ি জমায় কাতারে। দুয়েক বছরেই ভালোই প্রতিষ্টা করে নিজেকে। তিন সৌদিয়া এলাকায় ৫০-৬০ লক্ষ টাকা ব্যয়ে বাড়ি করেছিলো। দেশে এসে বিয়ে করার কথা ছিলো। কিন্তু সেই বাড়িতে জীবন্ত প্রবেশ করা হলো না তার। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো আমানের নিথর দেহের ঠাঁই হলো সেই বাড়িতে।

এদিকে তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে চলছে শোকের মাতম।

শনিবার (২ আগস্ট) সকাল ১১ টায় বানিয়াখোলা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম চার্জশিট দাখিল
পরবর্তী নিবন্ধমহেশখালীর জেলে মোনাফের লাশ কুতুবদিয়া সৈকতে উদ্ধার