কাঠের বোটে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা ১৬৭ রোহিঙ্গা ও ৪২ বাংলাদেশি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে বঙ্গোপসাগারের সেন্টমার্টিন উপকূল থেকে ১৬৭ জন রোহিঙ্গা ৪২ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গত বুধবার রাতে সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের ১২ সদস্যকে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, সেন্টমার্টিনে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা দেখতে পান, একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোট দিয়ে কিছু লোককে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় কোস্টগার্ড। এরপর রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের পূর্বপাশে বোটটি আটক করা হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে পুরুষ ৬৭, নারী ৭২ এবং শিশু ২৮ জন। আর বাংলাদেশি পুরুষ ছিলেন ৪২ জন। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, গত সোমবার সেন্টমার্টিন উপকূল থেকে বোটসহ ২২১ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করে কোস্টগার্ড। এই ঘটনায় ১৮ জন দালালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের বিষয়ে যা বললেন মালদ্বীপের হাইকমিশনার
পরবর্তী নিবন্ধভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হচ্ছে আজ