নগরীর দক্ষিণ কাট্টলীতে সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদের পরিচিতি সভা গত ২১ ফেব্রুয়ারি সংগঠনের সভাপতি ডা. বিজন কান্তি নাথের সভাপতিত্বে কাট্টলী মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি বাবুল দেবনাথ, ডা. ননী গোপাল দাশ, দুলাল কৃষ্ণ ভৌমিক, সুভাষ চন্দ্র ধর, সদানন্দ ভট্টাচার্য, অনিল কান্তি নাথ, উপদেষ্টা রবীন্দ্র শর্মা ও শান্তি কুমার নাথ, পরিষদ নেতা দিলীপ রায়, কান্ত লাল দাশ, দীলিপ কুমার দাশ, প্রকৌশলী সীতানাথ ভৌমিক, সুকান্ত ধর, সমর দাশ, সুজিত চক্রবর্তী, লক্ষ্মীপদ দাশ লক্ষ্মণ, টিটু চৌধুরী, লিটন দেবনাথ লিখন, সুধীর চন্দ্র দাশ, খোকন দেবনাথ, মানিক দত্ত, বিকাশ কান্তি নাথ প্রমুখ। শুরুতে পবিত্র গীতাপাঠ করেন বাসু দেবনাথ। সভায় পরিষদের সাংগঠনিক বিষয় ও আসন্ন মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে কাট্টলীর ঐতিহ্যবাহী রাণী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।