হাটহাজারীর কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসিমা আকতার ও মোহাম্মদ শহীদুল্লাহর অবসরকালীন বিদায় সংবর্ধনা এবং হুরে জাহান বেগম স্মৃতি বৃত্তি প্রদান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন আহমদিয়া তজবিদুল কোরান মহিলা মাদ্রাসার সহকারী সুপার মোহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদেন সদস্য মোহাম্মদ আজম উদ্দিন। সিনিয়র শিক্ষক কাঞ্চন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মিলি আকতার শরীফ। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন।