ডাকাতির প্রস্তুতির সময় নগরীর কোতোয়ালীর কাটা পাহাড় লেন এলাকা থেকে ৬ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন মো. রাব্বি, মো. ফয়সাল, রবিউল হোসেন প্রকাশ বকুলি, মো. মারুফ হোসেন, মো. জিহাদ ও মো. জীবন মিয়া। কাটা পাহাড় লেনের জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের গলির মুখ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত রাব্বির বিরুদ্ধে ৩টি, ফয়সালের বিরুদ্ধে ১৩টি, মারুফ হোসেনের বিরুদ্ধে ২টি ও জিহাদের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়।












