আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোড দিয়ে কাটা পাহাড় ও পুরাতন টেলিগ্রাফ অফিসের রাস্তাটি দীর্ঘদিন যাবত অনিবার্য কারণবশত বন্ধ করে রাখা হয়েছে। কি কারণে বন্ধ রাখা হয়েছে তাও কারও জানা নেই। সিএমপি নাকি সিটি কর্পোরেশন বা সিডিএ কোন সংস্থা রাস্তাটি দীর্ঘদিন যাবত বন্ধ করে রাখলো তা জনগণের কাছে অজানা। রাস্তা বন্ধ রাখার সুবাধে রাস্তাটি এখন গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহার করছে আশেপাশের গাড়ি ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ীরা। গাড়ি পার্কিং করে রাখার কারণে দিনের পর দিন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। কার সুবিধার জন্য এত সুন্দর রাস্তাটি বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে তা দেশের সকল নাগরিকের জানার অধিকার আছে। এমনিতে সবসময় আন্দরকিল্লা, তিনপুলের মাথা, লালদীঘির পাড়, সিনেমা প্যালেস, টেরিবাজারের মুখ, নিউমার্কেটের মোড় ও এনায়েত বাজারের মোড়ে যানজট লেগে থাকে। তার উপর যদি এভাবে এত বড় একটি রাস্তা বন্ধ করে রাখা হয় তাহলে নাগরিকদের চলাচলে বিঘ্ন ও গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। রাস্তা বন্ধের সুযোগে ছিনতাইকারীরা সবসময় এদিকে চলাচলকারী জনসাধারণের কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যাচ্ছে। ছিনতাইকারীদের প্রতিরোধ করার বন্দোবস্ত থাকলেও রাস্তা বন্ধের কারণে তা পারা যাচ্ছে না। অনতিবিলম্বে পুরাতন টেলিগ্রাফ অফিসের রাস্তাটি খুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করার জন্য ও জনসাধারণের পথ চলতে সুগম করার আবেদন জানাচ্ছি।
– আজগর আলী সোহেল, আন্দরকিল্লা, চট্টগ্রাম।