কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করায় মোবাইলে কল দিয়ে সাংবাদিক এম জিয়াবুল হককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেছেন গত বৃহস্পতিবার রাতে।

হুমকিপ্রাপ্ত জিয়াবুল দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় চকরিয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বক্স রোডের সমপ্রসারণ কাজ চলছে। কিন্তু এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে রাতের আঁধারে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা নিয়ে অসংখ্য সচেতন লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। কাজে অনিয়মের বিষয়ে সওজের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের যোগাযোগ করা হলে সেই খবর ঠিকাদার সাহাব উদ্দিন জানতে পারেন এবং ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বিকেলে তাঁর ব্যবহৃত মোবাইল থেকে কল দিয়ে সাংবাদিক জিয়াবুলকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেন। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় একটি জিডি নেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাব ঠিকাদার সাহাব উদ্দিন হুমকি দেননি বলে দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আগুনে পুড়ল ৫ দোকান
পরবর্তী নিবন্ধবিপ্লব ও সংহতি দিবসে জাসাসের সপ্তাহব্যাপী কর্মসূচি