কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির খ ও ঘ শাখায় গত ৬ ফেব্রুয়ারি গল্প আহরণ প্রতিযোগিতার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন চৌধুরী।

আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিমের সঞ্চালনায় অশোক দাবার রচিত ‘ফুল ও মৌমাছি’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। সহকারী প্রধান শিক্ষক লুৎফুল কবির ভূঁইয়ার তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিক্ষক আরিফ উদ্দিন ও শিক্ষক মুশফেকা কামাল মুশ্‌ফী। খ ও ঘ শাখার মোট ৭৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে।

শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে বিভক্ত হয়ে প্রথমে গল্পপাঠের পর্ব এবং শেষে স্মৃতি থেকে বলা পর্বে অংশগ্রহণ করে। ৬ষ্ঠ () শ্রেণিতে গল্প পাঠ করে ইতমাম মোহাম্মদ নুর ও মোক্তাদির তাজওয়ার এবং স্মৃতি থেকে বলা পর্বে যোগ দেয় সৌমিত্র দাশ, তাহামিদ হাসান নাওহাশ, মোহাম্মদ রাফাত, ইরফান উদ্দিন মাহিম, আহনাফ আবরার সাদাব ও মোকতাদির তাজওয়ার আবরো। ৬ষ্ঠ ()-তে গল্প পাঠ করে অরিত্র কর্মকার ও প্রাচুর্য চৌধুরী এবং স্মৃতি থেকে বলা পর্বে যোগ দেয় আযহার মাহমুদ আদনান, ঈমাম হোসেন রিফাত, সাফওয়ান মাহমুদ ও মো. খালিদ হোসাইন। উভয় সেকশনে বিজয়ী হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার ৮৯ তম সালানা জলসা
পরবর্তী নিবন্ধবায়েজিদে অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার