কাজীর দেউড়ি ও পাথরঘাটা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাজীর দেউড়ি ও ব্রিকফিল্ড বাই লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, রোমন প্রকাশ জিসান প্রকাশ সুজন (২৫) পিতা আব্দুর রহমান, শরীয়ত উল্লাহ বাজার, ফরিদপুর সদর; বর্তমানে কাজীর দেউড়ি এলাকায় থাকেন। সাজ্জাদ হোসেন আপন (২৪), পিতাশাহাজাহান হোসেন, পাথরঘাটা ব্রিকফিল্ড বাই লেন এলাকার বাসিন্দা। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে বিজয় মেলায় নারী দর্শানার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবাউল গান: জনপ্রিয় ঐতিহ্যের ধারক