কাজীর দেউরীতে সম্মেলন ও সালাতু সালাম মাহফিল

| শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট, কাজীর দেউরি ও আসকার দিঘী শাখার উদ্যোগে ১৭ ফেব্রুয়ারী কাজীর দেউরী ২নং গলি সমাদর কমিউনিটি সেন্টারের সামনে শানে হযরত খাজা বাবা (রহঃ) সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।

সালাতু সালাম মাহফিলে প্রধান মেহমান ছিলেন হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্‌। উদ্বোধক ছিলেন হাবিবুর রহমান খান। সভাপত্বিত করেন হাজী মুহাম্মদ আবুল ফয়েজ, বিশেষ অতিথি ছিলেন আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াছ শাহ। প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার। বিশেষ আর্কষণ ছিলেন হাফেজ ক্বারী নুরুল্লাহ কাদেরী। বিশেষ বক্তা হাফেজ ক্বারী ফরিদুল আলম। আমন্ত্রিত অতিথি শাহীন হামিদ ইব্রাহীম, সোহেল মোহাম্মদ ইসলাম, আলমগীর কবির, মুহাম্মদ ইদ্রিস মিয়া, ফুলেল শুভেচ্ছা জানান শরিফ আলী আহমেদ ফাত্তাহ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। মাহফিলে প্রধান মেহমান বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞানবিজ্ঞান, সকল গুণ, সকল কল্যাণের উৎস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ যুবপরিষদ-চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধচান্দগাঁও আবাসিক ‘এ’ ব্লক কল্যাণ সমিতির সভাপতি ডা. শফিউল ও সম্পাদক আলাউদ্দিন