কাজী মফিজুর রহমান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়ার কাজী বাড়ি নিবাসী সমাজ সেবক কাজী মফিজুর রহমান (৮৫) গতকাল শনিবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ…..রাজেউন)। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনি আত্মীয় স্বজন ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি হাটহাজারী কলেজ গর্ভনিং বডির সাবেক সদস্য, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, জাগৃতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিএনপি হাটহাজারী উপজেলা শাখার অন্যতম প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের সাথে জড়িত ছিলেন। গতকাল শনিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কল্যান পার্টির চেয়ারম্যান লে. জে. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, মাহাবুবুল আলম চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আমিন, বিএন পি কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দীন, ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার শাকিলা ফারজানা গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে নজরুলের কবিতা ও গান
পরবর্তী নিবন্ধনূরুল আমিন সাওদাগর