প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করায় নজরুল একাডেমি চট্টগ্রাম শাখার উদ্যোগে ১৭ জানুয়ারি নগরীর লালখান বাজারে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফাহমিদা রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তসলিম মুহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নজরুল একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট নজরুল গবেষক, শিল্পী, সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মিন্টু রহমান।
এতে আরো বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মোহীত উল আলম, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, নজরুল সাধক ড. কামাল উদ্দিন ও সাংবাদিক কামাল উদ্দিন। এতে নজরুল নজরুল সংগীত পরিবেশন করেন ফাহমিদা রহমান, ডা. শর্মিলা বড়ুয়া, প্রাপ্তিসহ আরো অনেকে। সভায় বক্তারা নজরুলকে জাতীয় কবি হিসাবে গেজেটভুক্ত করায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূয়সী প্রশংসার পাশাপাশি চট্টগ্রামে নজরুলস্মৃতি সংরক্ষণ এবং নজরুল চর্চায় সকলের মনোনিবেশ করার কথা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।