কাজাখস্তানে চলছে আফরান নিশোর ‘দম’ পরীক্ষা

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লাল পাহাড় আর মরুভূমির মতো কোনও এক দুর্গম জায়গায় দেখা যাচ্ছে অভিনেতা আফরান নিশোকে। ছবিতে তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ কয়েকজন বিদেশি।

প্রথম তিন জনের নাম একসঙ্গে শুনলেই আপনাআপনি মনে চলে আসে ‘দম’ সিনেমার কথা। তাহলে কি ‘দম’ সিনেমার কাজেই দুর্গম এলাকায় তাদের অভিযান? এ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি তার ইন্সটাগ্রাম ও ফেসবুকে ছবি ক্যাপশনের মাধ্যমে তেমনটাই ধারনা দিয়েছেন। নির্মাতা তার ইন্সটাগ্রামফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন ‘দম’ এর দম পরীক্ষা।

এ নিয়েই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। দর্শকরা মনে করছেন ঠিকভাবেই চলছে সিনেমার কাজ। কাজাখস্তানে চলছে লোকেশন রেকি। এর আগে ‘দম’ সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়নের প্ল্যান করেছে সংশ্লিষ্টরা। কারণ শেয়ার করা পোস্টে রেদওয়ান রনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘দমরেকি’ ‘কাজাখস্তান’। ‘দম’ সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে ‘দম’ বানাতে আসছি। আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন সিনেমায়।

পূর্ববর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজে চলচ্চিত্র প্রদর্শনী আজ ও কাল
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৭৬ কোটি টাকা