একের পর এক বলিউড তারকারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সে তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী কাজল। তবে আক্রান্ত হওয়ার খবরটি ভিন্নভাবে দিয়েছেন তিনি। সাধারণভাবে কোনো লেখা বা নিজের ছবি দিয়ে নয়, বরং মেয়ে নাইসার ছবি পোস্ট করে কাজল জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ। খবর বাংলানিউজের।
ছবির ক্যাপশনে এই তারকা লেখেন, আমি পজিটিভ হয়েছি। কিন্তু আমি সত্যিই চাই না আমার লাল ফোলা নাক কেউ দেখুক, তাই পৃথিবীর সবচেয়ে এই সুন্দর হাসি থাকুক। কাজলের মেয়ে নাইসা বর্তমানে পড়াশোনা জন্য সিঙ্গাপুরে রয়েছেন। তাছাড়া করোনায় আক্রান্ত হওয়ায় আলাদা ঘরে থাকতে হচ্ছে তাকে। এমন সময় তিনি মেয়ে নাইসাকে খুব মিস করছেন বলে জানিয়েছেন। তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি তার মেয়েরই, তাই সেই ছবিটিই পোস্ট করে নিজের খারাপ লাগার বিষয়টি ভোলার চেষ্টা অভিনেত্রীর।












