আমরাই মেয়েদের কটাক্ষ করি তার কর্ম আর পোশাক নিয়ে! নারীদের স্বকীয়তা ও স্বাধীনতা নিয়ে আমাদের হাজার প্রশ্ন! কেন আপনি এই পেশায়? আপনার শিক্ষগত যোগ্যতা কতটুকু? কেন আপনি এই পেশায় যুক্ত হলেন? কেন আপনি ব্যাংকে অথবা শিক্ষক হিসেবে জব করছেন না? এরকম হাজার প্রশ্ন করি কারোর পেশা নিয়ে। কিন্তু কেন! সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সরকারি কর্মকর্তা হতে হবে কেন? এর বাইরে কি কোনো কাজের দক্ষতার মূল্য নেই? দেশের বাইরে এমন অবস্থানে সবাই সৃজনশীলতাকে মূল্যায়ন করে, একমাত্র আমরাই আমাদের কাজকে উচ্চ আর নিচু হিসেবে গণ্য করি। আমরা কি কখনো দেখেছি; ওই রাস্তা থেকে এলাকা পরিস্কারককে? কখনো দেখেছি ওই পরিশ্রমী মানুষগুলো যারা সারাদিন অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করেছে? ওরা যদি ওদের সেবা থেকে নিজেকে ফিরিয়ে নেয় তবে পরিচ্ছন্নতার জন্য শ্রমের মানুষ কারা হবে? আমরা উচ্চ দেশে সেই কাজে যাওয়ার কল্পনা করি শুধু মাত্র নিজের দেশে কর্মের অবমূল্যায়নের কারণে। আমরা শুধু মুখে বলি দেশকে ভালোবাসি কিন্তু কেউই কাউকে না হারিয়ে বুঝিনা কে কি ছিলো আমাদের জন্য! সাকসেস অথবা এগিয়ে যাওয়ার অর্থ এই নয় যে, উপরে যেতে ইনকাম করতে করতে হবে! সব ধরনের কাজকে মূল্যায়ন করতে পারাই হলো কাজের আসল রেসপেক্ট করা। যদি রাস্তা ঝাড়ু দেয়া থেকে ডিস ওয়াসিং, রুম পরিস্কার করাকে নিজের ঘরের মতো করে গুরুত্ব দিতে পারি তবে কাজও আমাদের নিজের সবচাইতে আপন হবে। কাজকে কখনো ছোট বড় হিসেবে দেখতে নেই। কাজ শুধুমাত্র নিজের সে যেমন কাজই হোক না কেন!