জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে বিভক্তি এবং সংস্কার প্রস্তাবকে এড়িয়ে গিয়ে নির্বাচনের জন্য তাড়াহুড়ো ড. ইউনুসের সরকারকে দুর্বল করে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ তৈরি করছে বলে মনে করেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, এই সরকার যদি গুম, খুনের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেও তিনি সতর্ক করেন।
গতকাল এবি পার্টি চট্টগ্রাম মহানগর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আয়োজিত ‘সংস্কার, বিচার ও নির্বাচন’ এর দাবিতে গণসংযোগ ও এলাকার সর্বস্তরের মানুষের সাথে ইফতার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। পশ্চিম বাকলিয়ায় কেবি আমান আলী রোড সংলগ্ন ফুলতলায় বিকেল ৫টায় এই গণসংযোগ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এবি পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক। এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুবনেতা রোটারিয়ান ওমর ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সহসমন্বয়ক মোহাম্মদ জাবেদ, বাকলিয়া থানা এবি পার্টির সমন্বয়ক মোহাম্মদ আজগর, চট্টগ্রাম মহানগর নেতা নূর আনোয়ার, সবুজবাগ আবাসিক কল্যাণ পরিষদের আহ্বায়ক কাজী নজরুল ইসলাম, ইয়াং সোসাইটি ফোরামের সেক্রেটারি ও বড় মিয়া মসজিদ মহল্লা যুব কমিটির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরী জিকু, রসুলবাগ আবাসিক এলাকাস্থ আলোড়ন ক্লাব সভাপতি হাসানুল বান্না, হিন্দু ঐক্য ফোরামের সভাপতি বিপ্লব দাশ বাপ্পি, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সভাপতি মিজানুর রহমান সুমন, পশ্চিম বাকলিয়া সনাতনী ঐক্য পরিষদের আহ্বায়ক নির্মল দাশ, ফুলতলা বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, বাকলিয়া নবদিগন্ত ক্লাবের সভাপতি মাহাফুজ রাসেল সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।