কাগতিয়া মাদরাসায় ছবক প্রদান

| রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাউজান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. . মাদরাসায় ফাযিল (স্নাতক) অনার্স ১ম বর্ষ, আলহাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২২৩ শিক্ষাবর্ষের ছবক প্রদান মাদরাসার আলফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম আহমদীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মুহাম্মদ মমতাজুল হক নূরী, কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক বোধসম্পন্ন আলোকিত মানুষ তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ তথা আধুনিক বিশ্ব বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে এ মাদ্রাসা । শেষে দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মমতাজুল হক নূরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ১০ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাবুল কান্তি বিশ্বাস