কাউন্সিলর রুমকিসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই

হকারদের কাছে চাঁদা দাবি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় হকারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে চসিকের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন টেরীবাজার, আন্দরকিল্লা হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। বিবাদী অন্য দুইজন হলেন- রহমতগঞ্জ বাইলেইন নিউটাউন আবাসিক এলাকার মৃত আবুল ফজলের ছেলে মো. ইসমাইল ও অপু ধর ওরফে রাজ নামের অজ্ঞাত এক যুবক।
বাদীর আইনজীবী বিশ্ব শীল আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত আমার মক্কেলের মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, রুমকি সেনগুপ্ত নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে চসিকের আন্দরকিল্লা, চকবাজার ও দেওয়ান বাজার ওয়ার্ড এলাকার হকার সম্প্রদায় থেকে চাঁদা দাবি করে আসছেন। কেউ চাঁদা দিতে না পারলে বা অপারগতা প্রকাশ করলে তাদের মালামাল রাস্তায় ছিটিয়ে দিয়ে ক্ষতিসাধন করছেন। তার অনুসারীরা হকারদের শারীরিকভাবে নাজেহালও করছে।
বাদী নিজেও প্রতিনিয়ত ২ হাজার টাকা হারে চাঁদা প্রদান করতেন উল্লেখ করে আরজিতে আরো বলা হয়, অভিযুক্তরা হকারদের কাছ থেকে দৈনিক ১ হাজার টাকা করে নিয়ে আসছিলেন। সম্প্রতি দুই হাজার টাকা করে দাবি করা হয়। অপরাগতা প্রকাশ করলে জিনিসপত্র রাস্তায় ফেলে দেওয়া হয়। সর্বশেষ গত ২০ অক্টোবর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বিপরীতে আন্দকিল্লা জামে মসজিদের ২য় গেটের সামনে ফুটপাতের ওপরের হকার মোহাম্মদ হাসান আলীর কাছ থেকে ২ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করলে তার ফলের ঝুড়ি রাস্তায় ফেলে দিয়ে ৭ হাজার টাকার ক্ষতি করা হয়। এলাকায় ব্যবসা করতে হলে রুমকি সেনগুপ্তসহ আসামিদের দৈনিক ২ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে হুমকিও দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঝড়ের তোড়ে নোঙর করা ১৩ নৌকা ডুবি
পরবর্তী নিবন্ধবান্দরবানে ১০ জনের মৃত্যুদণ্ড আসামিরা পলাতক