কাউন্সিলর মিন্টু ছিলেন জনগণের অকৃত্রিম বন্ধু

চকবাজারে দোয়া ও মিলাদ মাহফিল

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার ওয়ার্ড থেকে সাতবার নির্বাচিত কাউন্সিলর মরহুম সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল চসিক ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনুর উদ্যোগে গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়। চকবাজার ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু। উপস্থিত ছিলেন গোলজার বেগম স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াছ, ওয়ার্ড সচিব তারেক সুলতান, বিপ্লব দে, মিন্টু, মো. হাছান প্রমুখ। বক্তারা বলেন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এলাকাবাসীর অকৃত্রিম বন্ধু ছিলেন। তাঁর মতো গুণী মানুষ বর্তমান সমাজে বিরল। তিনি সব সময় জনগণের কাতারে থেকে সাধারণ মানুষ ও এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব চাম্বল হরি মন্দিরে মহানামযজ্ঞ আজ
পরবর্তী নিবন্ধআ. লীগ নেতা আবদুল মন্নানের মৃত্যুবার্ষিকী আজ