কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ

আজাদী ডেস্ক | শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জাহাঙ্গীর আলম দুলাল, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচনে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল গতকাল শুক্রবার বিকালে ওয়ার্কসপ গেইট, রেলওয়ে জাদুঘর পাহাড় ও সন্দ্বীপ কলোনিতে গণসংযোগ করেন। এসময় তিনি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাতকে ধানের শীষ ও ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ঘুড়ি ও মোবাইল ফোন মার্কায় ভোট দিতে অনুরোধ জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন মো. গোলাম সরোয়ার, মাহবুব খালেদ, মোহাম্মদ মিল্টন, মো. কামাল, মো. জসিম, মো. আব্দুর রহমান, মো. শহীদ, মো. এনামুল হক বাবু প্রমুখ।
জহুরুল আলম জসিম, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচনে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জনগণের মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের পক্ষে গতকাল কৈবল্যধাম (বিশ্ব ব্যাংক) আবাসিক এলাকা (এ ব্লক থেকে পি ব্লক) পর্যন্ত গণসংযোগ চালানো হয়। এসময় তিনি ভোটারদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা এবং কাউন্সিলর পদে নিজেকে মিষ্টি কুমড়া প্রতীকে রায় দেওয়ার অনুরোধ করেন। একই দিনে বাদ মাগরিব কৈবল্যধাম কাঁচা বাজার পার্কিং প্রাঙ্গণে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আবুল হাশেম, উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচনে বিএনপি মনোনীত উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হাশেমের সমর্থনে পূর্ব সুন্দরী পাড়ায় এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমগীরের সঞ্চালনায় ও নজরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর প্রার্থী আবুল হাশেম। এসময় তিনি বলেন, আগের বারের মত আবারো আপনাদের রায় পেয়ে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ সেলিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জেসমিনা খানম, মো. ইসলাম, মো. ইলিয়াছ চোধুরী, সেলিম রেজা, খুরশেদ আলম, হাজি আলম, রফিকুল ইসলাম, আবছার কামাল চৌধুরী, শওকত উল্লাহ স্বপন প্রমুখ।
আবদুস সবুর লিটন, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড : নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটনের টিফিন ক্যারিয়ারের সমর্থনে গতকালও দিনব্যাপী প্রচারণা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, চট্টগ্রামের নাগরিক অধিকার নিশ্চিত করতে মেয়র পদে রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে আমাকে টিফিন ক্যারিয়ার পদে ভোট দিন। গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ছাবের আহমদ, নাজিমুল ইসলাম মজুমদার, কাউন্সিলর প্রার্থী হুরে আরা বেগম প্রমুখ।
সলিম উল্লাহ বাচ্চু, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড : নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ বাচ্চু। গণসংযোগের এক পর্যায়ে তিনি এনায়েত বাজারে কৃষ্ণা ঘোষ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে এলাকায় তরুণ-যুবকদের জন্য খেলাধুলার উন্নত পরিবেশ তৈরি করবেন। খেলার মাঠ সংস্কার ও আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় সাথে উপস্থিত ছিলেন ইসমাইল মনু, সাব্বির চৌধুরী, নিজাম উল্লাহ, আকরাম উল্লাহ, কাসেম, সবুজ কান্তি দে, সুজিত ঘোষ, রকি ঘোষ প্রমুখ।
সাহেদ ইকবাল বাবু, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড : ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাহেদ ইকবাল বাবু গতকাল শুক্রবার কুলগাঁও এলাকায় নৌকা প্রতীক ও ঝুড়ি মার্কার প্রচারণা চালিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন হাজী এয়ার মোহাম্মদ, হাজী ইব্রাহিম, আব্দুস সালাম, মোহাম্মদ হানিফ, মো. আলী মাস্টার, মোহাম্মদ আকতার, মো. ইকবাল বাবুল, মোহাম্মদ বখতিয়ার, সাহেদ, জামাল, নাঈমসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
নুরুল আবছার, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড : ৪১ নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আবছার তার মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থনে দক্ষিণ পতেঙ্গা ডুরিয়াপাড়া, ফুলছড়িপাড়া, নেভাল রোড, এয়ারপোর্ট রোড থেকে ১৫ নম্বর ঘাটঘর এলাকায় সর্বস্তরের জনসাধারণের সাথে গণসংযোগ করেন। এসময় তার সাথে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গণসংযোগ চলাকালীন তিনি জনসাধারণকে সকল ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
হাসান মুরাদ বিপ্লব, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বাটা গলি, আলরণ রোড় ও আলকরণ ১ নম্বর গলিতে ব্যাপক গণসংযোগ করেন। বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, হাজী ফরিদউদ্দিন আহমেদ, হাজী খুরশীদ আলম, হাজী রফিকুল আলম তাম্বু, আমির আহমেদ, রফিক সওদাগর, আকবর বাচ্চু, নেজাম উদ্দিন পাপ্পু, শফিকুল আলম প্রমুখ।
মোর্শেদ আলী, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচন উপলক্ষে নগরীর ৩৬ নম্বর গোসাইল ডাঙ্গা-নিমতলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোর্শেদ আলীর লাটিম প্রতীক সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ জানুয়ারি নিমতলা মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কামাল ইসহাকী। মো. জসিম উদ্দীন ও শামীম উদ্দিনের সঞ্চলানায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী মো. মোর্শেদ আলী, মো. জসিম, হাসান মুরাদ, মো. মোস্তাফা, মো. লেয়াকত আলী, হাজী কামাল উদ্দীন, মো. হানিফ, আবুল বশর প্রমুখ।

ছালেহ আহমদ চৌধুরী, ৪১ নম্বর ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ও ৪১ নম্বর ওয়ার্ডে দলীয় কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমদ চৌধুরীর সমর্থনে এক মহিলা সমাবেশ নারীনেত্রী সেলিনা বাহাদুরের সভাপতিত্বে ও শাহনাজ বেগমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন আ. লীগ নেতা আবদুল হালিম, জাবেদ হোসেন, মঈনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, জিয়াউর রহমান, ওয়াহিদ চৌধুরী, শাহনাজ, নাহিদা আকতার, লাকী আকতার, ভুলু আকতার প্রমুখ।
জিয়াউল হক সুমন, দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচনকে ঘিরে নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে নৌকার প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার ইপিজেড থানার বন্দরটিলার এসি মার্কেটের পার্কিংয়ে সন্ধ্যা ৭টায় ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন দলীয় কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন। এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান মো. ইলিয়াছ, হারুন অর রশীদ, আবু তাহের, সুলতান নাছির, আকবর হোসেন কবি, হাজী মো. আসলাম, সেলিম আফজল, ইলিয়াছ প্রমুখ।
মো. মহসীন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড : ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন গত বুধবার শুলকবহর বড় গ্যারেজ, জঙ্গিশাহ মাজার, হারিস শাহ মাজারসহ আশপাশের এলাকাগুলোতে গণসংযোগ করেছেন। এ সময় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন ২৭ জানুয়ারি টিফিন ক্যারিয়ার প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন, মঞ্জুর মোরশেদ, জামাল হোসেন, সাইফুল ইসলাম, মমিনুল হক শিকদার, শওকত হোসেন, অসি, মো. রমজান আলী প্রমুখ।
আবদুল বারেক, ৪০ নম্বর ওয়ার্ড : উত্তর পতেঙ্গায় মহাজন ঘাটা ও ওয়াশা গলি, সিমেন্ট কলোনি, টিএসপি কলোনি, যৌথ আবাসিক কলোনিতে নৌকা ও ঠেলাগাড়ী প্রতীকের সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেক, হাজী সাহাদাত হাসান, তৌহিদ খান, সুলতান গিয়াসউদ্দীন, ড. ফনিন্দ কুমার শীল, অ্যাড. মোহন লাল মহাজন প্রমুখ।
রাধা রানী দেবী, ১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রাধা রানী দেবী (টুনটু মুন) গতকাল শুক্রবার বই প্রতীকের প্রচারণায় ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের আমতল থেকে ফকির গলি, কেতুরা জামে মসজিদ, খাজা হোটেল থেকে শুরু করে আশেপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে এলাকায় কর্মজীবী নারীদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা, ডে কেয়ার সেন্টার চালু, নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থা, ইভটিজিংমুক্ত যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণ সহ মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।
কফিল উদ্দিন, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড : নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী কফিল উদ্দিন খান। তিনি গত বৃহস্পতিবার ট্রাক্টর প্রতীক নিয়ে পাঁচলাইশ ওয়ার্ডের শহীদনগর এলাকার চান্দার বাড়ী, রফিক সাহেবের বাড়ী, পোড়াবাড়ী, ইসলাম সদ্দার বাড়ী, ফজল কাদের সদ্দার বাড়ী, মিয়া খাঁ নগর, ছিদ্দিক মেম্বার বাড়ীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রফেসার সিরাজুল আলম, সদ্দার জাহাঙ্গীর, আব্দুর রহিম, সেলিম রনি, জাহাঙ্গীর ইসলাম সেন্টু, শাকিল আহমেদ, মো. এয়াছিন, মো. নাছের, মো. কামাল, মো. মমতাজ, শরাফত উল্লাহ ফনি, এমদাদুল হক টিপু, মো. এমরান, মো. সুরুজ, মো. রায়হান. মো. আজিজ প্রমুখ।
এম আশরাফুল আলম, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচনে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী লায়ন এম আশরাফুল আলমকে বিজয়ী করতে বলিরহাট, পাক্কা দোকান এবং আমিনের দোকান এলাকায় গণসংযোগ চালিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ। গণসংযোগ ও প্রচারণায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সামশুল আলম, ইসমাঈল ইলিয়াছ, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, আবুল কালাম কন্ট্রাক্টর, হুমায়ুন আহমদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ হোসেন, মো. ইদ্রিছ, এস এম জেড খসরু, নজরুল ইসলাম, মঞ্জুর আলম, গোলাম ফোরকান, মাহাবুবুল আলম, ইলিয়াছ বাবুল প্রমুখ।
আরিফুল ইসলাম ডিউক, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড : ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর একেএম আরিফুল ইসলাম ডিউক গত বৃহস্পতিবার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের পুরাতন চারতলা, আতুরার দোকান, কেবি আমান আলী রোড, বিএড কলেজ এলাকায় মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থণে গণসংযোগ করেছেন। এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দর, যুবদল নেতা ইসমাঈল বাবুল, মো. ইউসুফ, নুর মোহাম্মদ, আইয়ুব খান, হাছি মিয়া, মো. ইকবাল, গিয়াস উদ্দীন, মো. আরিফ হাবিব, খোরশেদ আলম, টিটু, মো. আজম, জমির, আরিফ, মিজান, আবদুল কাদের, এম মাহির প্রমুখ উপস্থিত ছিলেন।
আহমদ নূর, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড : আসন্ন চসিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে করার লক্ষ্যে গতকাল দিনব্যাপী ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন কাউন্সিলর পদপ্রার্থী আহমদ নূর। তিনি ঠেলাগাড়ী মার্কার পক্ষে এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি দেন। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাকির, মুসা কোম্পানি, নূর জামান, সোলায়মান চৌধুরী, মো. ইমরান মিয়া, বদিউল আলম, মো. আবুল কাশেম আবু তাহের, মোহাম্মদ জাহেদ, হাজী রফিক প্রমুখ।
মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড : চসিক নির্বাচনে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী গত বৃহস্পতিবার পানির টাংকি, বিডব্লিউটি ৩-৪ বাংলোসহ বেশ কিছু এলাকায় মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা আর তার লাটিম মার্কায় প্রচারণা চালান। এসময় তিনি জনসাধারণকে আগামী ২৭ তারিখ নৌকা আর লাটিম মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
মো. সালাউদ্দিন, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড : ফিরিঙ্গীবাজার ওয়ার্ডকে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও জনসাধারণের জন্য শান্তিপূর্ণভাবে বসবাসের স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. সালাহউদ্দিন দোভাষ বাড়ি থেকে ফিরিঙ্গীবাজার মোড় ও হাজী কলোনীতে ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবু স্বপন মজুমদার, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য হাফিজ উদ্দীন আনসারী, রেজাউল্লা খোকন, মাসুদ করিম চৌধুরী, জহির আহমদ, মুনির সর্দ্দার, নাসির আহমেদ, মো. শরিফ, এবিএম গিয়াস উদ্দীন, নন্দ দাশ, মনসুর চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৪২
পরবর্তী নিবন্ধযৌতুক বিরোধী আইনের কঠোর প্রয়োগ দাবি