কাউন্সিলর ওয়াসিমসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ

রিকশা চালককে মারধর

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর খুলশীর জালালাবাদ আবাসিক এলাকায় মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ দায়ের করেছেন মো. হারুন নামের এক রিকশা চালক। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের আদালতে তিনি অভিযোগটি করেন। পরে আদালত খুলশী থানাকে অভিযোগটি এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন। নালিশি অভিযোগটিতে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন, মোমিনুল ইসলাম, মো. রাসেল, মো. শাহাবুদ্দিন, মো. পারভেজ, মো. ইউসুফ ও মো. শাহজাহান। বাদীর আইনজীবী ফয়সাল নুর আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আরজিতে বলা হয়, গত ২৭ মার্চ খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় বাদীর আত্মীয় রাবেয়া আক্তারের বাসায় আসামিরা হামলা চালায়। ওই সময় বাদীকে দেখতে পেয়ে একটি দোকানের সামনে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে তার হাতে আঙুল কেটে যায়। পরে আসামিরা বাদীকে মারধর করেন। আদালতসূত্র জানায়, এর আগে একই ঘটনায় রাবেয়া আক্তার বাদী হয়ে গত ২৮ মার্চ খুলশী থানায় কাউন্সিলর ওয়াসিমসহ ১৩ জনের বিরুদ্ধে হামলা, মারধরের অভিযোগে আরেকটি মামলা করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইউনূসের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত
পরবর্তী নিবন্ধপাহাড় কেটে ঘর নির্মাণ ১০ লাখ টাকা জরিমানা