৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরালের পিতা হাজী মো. ইউছুপ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। বুধবার (২৯ মার্চ) রাতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। হাজী মো. ইউছুপ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৬ ছেলে, ১ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার সিডিএ স্কুল মাঠে মরহুমের নাজাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ফরিদাপাড়া কবরস্থানে দাফন করা হয়। হাজী মো. ইউছুপের ইন্তেকালে সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












