কাঁচামালের পরিবর্তে আনা হল ৫ কোটি টাকার সিগারেট

বন্ড সুবিধার অপব্যবহার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বন্ড সুবিধায় রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ‘পলিয়েস্টার পিইটি স্ট্র্যাপ’ ঘোষণায় কন্টেনার ভর্তি বিদেশি সিগারেট নিয়ে এসেছে পাবনার ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোনের (ঈশ্বরদী ইপিজেড) প্রতিষ্ঠান ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গোপন সংবাদের ভিত্তিতে কন্টেনারটি আটক করা হয়। এতে ৫ কোটি টাকার সিগারেট রয়েছে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা।
জানা গেছে, গতকাল কন্টেনারটির শতভাগ কায়িক পরীক্ষা করে শিল্পের কাঁচামালের পরিবর্তে ন্যানো ওরিস, ব্লাক, ডানহিল, ডেভিডোফ ব্র্যান্ডের ৪৮ লাখ ২৮ হাজার শলাকা (৩৭৪৮.৭ কেজি) বিদেশি সিগারেট পাওয়া যায়। এর আগে গোপন সংবাদ থাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটির আইজিএম ব্লক করা হয়। একইসঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দর কর্তৃপক্ষকে কাস্টমস গোয়েন্দার অনাপত্তি ছাড়া চালানটি খালাস না দিতে চিঠি দেয়া হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. বাবুল ইকবাল বলেন, পাবনার ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোনের (ঈশ্বরদী ইপিজেড) প্রতিষ্ঠান ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ড সুবিধায় পলিয়েস্টার পিইটি স্ট্র্যাপ ঘোষণায় ৩ হাজার ৭৪৮ দশমিক ৭ কেজি ওজনের ৪৮ লাখ ২৮ হাজার শলাকা সিগারেট নিয়ে এসেছে। মিথ্যা ঘোষণায় পণ্য আনার দায়ে তাদের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধভ্যানিটি ব্যাগে দুই লাখ টাকার ইয়াবা নারী আটক
পরবর্তী নিবন্ধনগর ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার