কাঁচাবাজারসহ অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

নগরের সাগরিকা পিসি রোডের মোড় থেকে হালিশহর আই ব্লকের রাস্তা ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা কাঁচাবাজারসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।

অভিযানে চলাচলের রাস্তা, ফুটপাত ও নালার জায়গা দখল করে ব্যবসা করায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধ‘অপ্রতিরোধ্য’ সিলেটের জয়রথ থামাল কুমিল্লা