কাঁকড়া ধরতে গিয়ে স্রোতে ভেসে জেলের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় শঙ্খ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ ছাদেক (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপকূলীয় রায়পুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। জেলে ছাদেক রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র। পরিবারে তার মা, বোন ও স্ত্রী রয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ছাদেকসহ স্থানীয় আরো কয়েকজন শঙ্খ নদীতে নৌকা নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যায়। এসময় ছাদেক কাঁকড়া ধরার ফাঁদের বড়শির সঙ্গে আটকে নদীতে পড়ে স্রোতে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় ও স্বজনেরা সন্ধ্যার আগে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাদেকসহ এলাকার বেশ কয়েকজন সাঙ্গু নদীতে কাঁকড়া ধরতে গেলে অসাবধানবশত রশিতে আটকে নদীতে পড়ে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নারী ফুটবল: ঝুলিভরা অর্জন!
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার