ওরে কষ্ট! তোমায় আমি গিলে খাবো।
তুমি পারবে না আমায় শেষ করতে,
তোমায় আমি জয় করবো।
ওরে কষ্ট! তুমি আমায় ভেঙ্গে
টুকরো টুকরো করো। আমি আবার
সেই টুকরোগুলো জোড়া দিয়ে,
সুখের ইমারত গড়বো।
ওরে কষ্ট! তুমি আমায়
যতই কষ্ট দাও না কেন?
তোমায় জয় করে,
আমি আবার নতুন করো
বেঁচে থাকার প্রেরণা পাবো।
ওরে কষ্ট! তুমি জেনে রেখো
তোমায় আমি কখনো
আমার বুকের ভিতর,
বাসা বাঁধতে দেবো না।
ওরে কষ্ট!
তোমায় আমি গিলে খাবো।
তোমায় আমি জয় করবো।
ওরে কষ্ট! তুমি অনন্য
তোমায় পেয়ে আমি ধন্য।