কল্লোল সংঘের এক সভা গতকাল বৃহস্পতিবার ক্লাব কার্যালয়ে ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. নাসির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন জাহেদ। এতে বক্তব্য করেন ক্লাবের সহ সভাপতি মো. জসিমুল হুদা, এম.এ নেওয়াজ, নুরুল হুদা তানভীর, অর্থ সম্পাদক মাহবুবুল আলম রাজীব, নাহিদ মুরাদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মো. ইমতিয়াজ বাবলা, সদস্য এম.এ মুসা বাবলু, হারুন অর রশীদ ছবির আহমেদ ও মো. রাসেল মুরাদ। সভায় ঢাকা ৩য় বিভাগ ফুটবল লিগে অংশ নেওয়া দল সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
এতে এম.এ নেওয়াজকে চেয়ারম্যান, রায়হান রহমান সানিকে সম্পাদক, মো. ইমতিয়াজকে ম্যানেজার, শৈবাল বড়ুয়াকে সহকারী ম্যানেজার, মো. কাশেমকে হেড কোচ, আব্দুল মান্নানকে সহকারী কোচ মনোনীত করা হয়।