বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহনকারী কল্লোল সংঘের ফুটবল দলের অনুশীলন গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে দলের অনুীশলন উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠান সভাপতিত্বে করেন ফুটবল কমিটির চেয়ারম্যান এম এ নেওয়াজ এবং পরিচালনা করেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. নাছির মিয়া। এসময় উপস্থিত ছিলেন কল্লোল সংঘের প্রধান সমন্বয়কারী ও সিজেকেএস কাউন্সিলর মো. মশিউল আলম স্বপন, সিজেকেএস সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, বেলাল আহমেদ, রায়হান ইউসুফ, সিজেকেএস কাউন্সিল রায়হান রুবেল, হারুন অর রশিদ, নাহিদ মুরাদ মুন্না, আনোয়ার হোসেন, খোরশেদ আলী, রাসেল মুরাদ, শামীম আজাদ রুবেল, মো. মোশাররফ হোসেন লিটন, মো. ইমরান, মো. মনসুর, টীম ম্যানেজার ইমতিয়াজ বাবলা, কোচ মো. কাশেম, সহকারী কোচ আবদুল মান্নান, মাহাবুব আলম, খোকন প্রমুখ। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে কল্লোল সংঘ আমাদের মুখ উজ্জ্বল করবে সে আশা করছি ।