কল্লোল গ্রীন এবং পিডিবির শুভসূচনা

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ‘বি’ গ্রুপে নিজ নিজ খেলায় জিতে শুভসূচনা করেছে কল্লোল সংঘ গ্রীন এবং পিডিবি। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পিডিবি ৪ উইকেটে আবেদিন ক্লাবকে পরাজিত করে। টসে জিতে আবেদিন ক্লাব প্রথমে ব্যাট করে। ৪১ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১৬৬ রান সংগ্রহ করে। দলের দুর্জয় দে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আল রিয়াদ ২৪,জয় চৌধুরী ২২,নাফিস বিন ইমসমাইল ২১,অলি উদ্দিন ২০ এবং তানজিম নাবিল ১৪ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ২২ রান। পিডিবির আহমেদুল হাসান ৩টি এবং জুনাইদ ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট নেন মো. রাজন, টিকলু পালিত,মো. মইনুদ্দিন এবং আমিরুল ইসলাম। জবাবে পিডিবি ৪২.২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে নেয়। শূন্য রানে প্রথম উইকেট হারালেও পরবর্তী ব্যাটাররা দলকে স্বস্তি দেন। দুই ব্যাটার মো. মইনুদ্দিন ৪৬ এবং জুনাইদ ১৮ রানে অপরাজিত থাকেন। এর আগে আহমেদুল হাসান ৩০,শাহেদুল আলম ১৭, সরওয়ার আহমেদ ১৫ এবং আরিফ উদ্দিন ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। আবেদিন ক্লাবের নুরুল আলম ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান হাসান মোহাম্মদ, আল রিয়াদ এবং মৃত্তিক নাথ। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লিগের অপর খেলায় কল্লোল সংঘ গ্রীন ৫ উইকেটে এলিট পেইন্টকে পরাজিত করে। টসে জিতে এলিট পেইন্ট প্রথমে ব্যাট করতে নেমে কল্লোল গ্রীনের শিহাবের বোলিং তোপে পড়ে শতরানের কোঠা পার হতে পারেনি। ৩০.১ ওভার খেলে তারা মাত্র ৯৮ রানে অল আউট হয়ে যায়। দলের হারুনুর রশিদ ২৬,রাশেদুল হক বাবু ১৬, মুনতাসির ইবনে আজিম ১৬ এবং ফরহাদ হোসেন নাহিদ ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। কল্লোল গ্রীনের মো. শিহাব ২৪ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। আরমান উদ্দিন সাব্বির ৩৫ রানে পান ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন সাইফুল করিম বাপ্পা এবং মো. জায়েদ।

জবাবে কল্লোল সংঘ গ্রীন ২৫.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১০২ রান করে। দলের মো. মহিউদ্দিন ২৫, ইমন হোসেন পারভেজ ২০ এবং আনিসুল ইসলাম ১৮ রান করেন। ১০ রান করে অপরাজিত থাকেন কাদিরুল ইসলাম। অতিরিক্ত থেকে আসে ১৩ রান।

এলিট পেইন্টের রাশেদুল হক বাবু এবং হারুনুর রশিদ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান রাফসান উদ্দিন খান। আজ থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। ‘এ’ গ্রুপের দুটি খেলায় অংশ নেবে লিটল ব্রাদার্স বনাম ওপিএ (মহিলা কমপ্লেক্স মাঠ), চিটাগাং রয়েল বনাম পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী(এম এ আজিজ স্টেডিয়াম)

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু যুবাদের
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা