নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিকে একটি ভাঙারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামটির ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের ডিএডি আবদুল মান্নান দৈনিক আজাদীকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের চন্দনপুরা ও লামাবাজার স্টেশন থেকে ৪টি ইউনিট দ্রুত কল্পলোকে ছুটে যায়। এরপর প্রথমে নিয়ন্ত্রণ ও পরে নির্বাপণের কাজ করা হয়। ভাঙারি প্লাস্টিকের গুদামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।