কল্পলোক আবাসিক মোড়ে ফুট ওভারব্রিজ চাই

| সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

বাকলিয়া থানার অন্তর্গত পরিকল্পিত একটি আবাসিক এলাকা। এটি চট্টগ্রাম শহরের নান্দনিক আবাসিক সমূহের মধ্যে একটি। মহাসড়কের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জনপদ কল্পলোক আবাসিক। চট্টগ্রাম শহরের ব্যস্ততম একটি সড়ক শাহ আমানত সেতু সংযোগ রোড। বিশাল এই সড়ক বহদ্দারহাট থেকে শুরু করে শাহআমানত সেতু পর্যন্ত বিস্তৃত। এই সড়ক দিয়ে প্রতিদিন পারাপার হয় লাখো মানুষ। অথচ এই বিশাল সড়ক পারাপারের জন্য নেই কোনো ফুট ওভারব্রিজ। প্রতি নিয়তে ভোগান্তিতে পড়ছে এই সড়কে চলাচলকারীরা। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পার হতে হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারে এখানে কোনো জেব্রা ক্রসিংও নেই। রাস্তা পারাপারের কোনো ব্যবস্থা না থাকাই পথচারী সাধারণ মানুষ এলাকার ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়েই ব্যস্ত এই মহাসড়ক পার হতে হয়, যার কারণে অনেকেই মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। সম্প্রতি কল্পলোক আবাসিক এলাকার রাস্তায় একটি মর্মান্তিক রোড এঙিডেন্টে একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর স্পষ্ট হয়ে উঠেছে যে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটি ফুট ওভার ব্রীজের প্রয়োজনীয়তা অপরিহার্য। ফুট ওভার ব্রীজ স্থাপন করা হলে, পথচারীরা সহজেই রাস্তা পার হতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত দাবি রাখছি সাধারণ মানুষের নিরাপদে রাস্তা পারাপারে কল্পলোক আবাসিকের মোড়ে ফুট ওভার ব্রিজ স্থাপন করা হোক।

ফাতেমাতুজ জোহুরা তানিয়া

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধপুলিনবিহারী সেন : রবীন্দ্রতাপস
পরবর্তী নিবন্ধতোমার তুলনা কেবল তুমিই মেয়ে