কল্পলোক আবাসিক জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

সিডিএ বাকলিয়া কল্পলোক আবাসিক জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে এখন আর গৃহহীন পরিবার নাই। তিনি মুজিববর্ষের উপহার হিসেবে গৃহহীনদের নতুন ঘর দিয়েছেন। বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা আমি শুনেছি। সমস্যাগুলো সমাধানে আমি চেষ্টা করবো। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জালাল উদ্দিন মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ বেলাল, ১৮ নং বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াছ, সমিতির সহ-সভাপতি আহমদুল হক, সাবেক উপদেষ্টা আহমদ রশীদ আমু, সহ-সভাপতি অ্যাডভোকেট সোলাইমান, মো. আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিইজেড সেন্ট্রাল অফিস পরিদর্শনে বেপজার নির্বাহী চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধবৈশ্বিক সংঘাত রুখতে মহানবীর (দ) নির্দেশনার অনুসৃতির বিকল্প নেই