ইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় কলেজিয়েট স্কুল নিজেদের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে। প্রথম খেলায় তারা হেরে যায় একাডেমি ল্যাবরেটরি স্কুলের কাছে। গতকাল বৃহস্পতিবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় কলেজিয়েট স্কুল ২ উইকেটে সিএমপি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। টসে জিতে সিএমপি স্কুল প্রথমে ব্যাট করতে নামে। ৪৭ ওভার খেলে ২১৯ রান করে সব উইকেট হারায় তারা। ওপেনার আবদুল লতিফ সর্বোচ্চ ৮৯ রান করেন। এছাড়া জুবায়ের আহমেদ ৩৫,আবু সাইদ ২০,পার্থ মজুমদার ১৭, নেওয়াজ তানভী ১১ এবং নাইম হোসেন ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ২৯। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অধিনায়ক মিশকাতুল ফেরদৌস ইলহাম ৩৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট পান আবদুর রহমান এবং সুহাদ ইলাহিন। ১টি করে উইকেট নেন মো. সুমন এবং মহিউদ্দিন সোহাগ। জবাব দিতে নেমে কলেজিয়েট স্কুল ৩৭.৩ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায়। তারা ২২৩ রান তুলে নেয়। শুরু থেকেই চমৎকার ব্যাট করেন দু’ওপেনার। ৭৭ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। তানজিল মাহবুব ৪১ এবং মাহির হামজা ১৬ রান করেন। পরবর্তীতে সুহাদ ইলাহিন অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া মহিউদ্দিন সোহাগ ২৪ এবং অধিনায়ক মিশকাতুল ফেরদৌস ইলহাম ১০ রান যোগ করে। তবে তাদের ইনিংসে যোগ হয়েছিল অতিরিক্ত থেকে আসা সর্বোচ্চ ৫৫ রান। এর মধ্যে ৪৭ রান আসে ওয়াইড বল থেকে।
সিএমপি স্কুলের আবু সাইদ ৪টি উইকেট পান। ১টি করে উইকেট নেন পার্থ মজুমদার,রুবায়েত খান এবং ইরফানুল ইসলাম। কলেজিয়েট স্কুলের সুহাদ ২টি উইকেট এবং অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন বিসিবির লেভেল–১ কোচ আর ডি নাথ কাজল। ইয়ং টাইগার স্কুল ক্রিকেটে আজকের খেলায় অংশ নেবে হাজেরা তজু স্কুল এন্ড কলেজ এবং কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়। মহিলা কমপ্লেক্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।