কলেজিয়েট ও বাওয়া স্কুল ফাইনালে

রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ

| বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশীপের স্কুল পর্যায়ের সেমিফাইনাল প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমি ফাইনালে কলেজিয়েট স্কুল ডা. খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয়কে এবং বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয় দিবা শাখা, প্রাত: শাখাকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেমিফাইনাল পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিল, ‘এই সংসদ মনে করে, অবকাঠামোগত সমস্যা বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে পশ্চাদপদতার প্রধান কারণ।’

শ্রেষ্ঠা বক্তা নির্বাচিত হয়েছে কলেজিয়েট স্কুলের মোহাম্মদ আলী মুনতারীন এবং বাওয়া স্কুলের অনন্যা সরকার রিতু। প্রতিযোগিতা শেষে দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরিজ সনেট। বক্তব্য দেন, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও বিতর্ক সম্পাদক হোসাইন সামী।

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, বিতর্কে কেউ হেরে বা জিতে যায় না, সবাই শিখে যায় এবং আরো শেখার প্রেরণা নিয়ে যায়। ডা. মাসুদ রানা বলেন, বিতর্ক চর্চা আমাদের চিন্তা শক্তি ধারালো করে দেয়। সৈয়দ শামসুল তাবরেজ সনেট বলেন, বিতর্কের প্রভাব একজন মানুষের সুস্থ চিন্তা করার অভ্যাস তৈরি করে দেয়, জ্ঞান আহরণের ইচ্ছা বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আগামীকাল শুক্রবার নাসিরাবাদস্থ অংকুর সোসাইটি স্কুলে দিনব্যাপী বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতায় এবারে স্কুল বিতর্কের ২৮তম এবং বিশ্ববিদ্যালয় বিতর্কের ১৭তম আয়োজন। বৃহত্তম এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে আগামী ১২ নভেম্বর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা
পরবর্তী নিবন্ধঅংশগ্রহণমূলক নির্বাচন সবার প্রত্যাশা