খাগড়াছড়ি সরকারি কলেজ সংলগ্ন এলাকায় যানবাহন পার্কিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী। এতে শত শত শিক্ষার্থী অংশ নেয়। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কলেজের গেইট সংলগ্ন দুই পাশের সড়কে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন পার্কিং করা হয়। এতে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন তৈরি হচ্ছে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।