কলাপাতা কাটাকে কেন্দ্র করে গৃহবধূ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইসহ কয়েকজনের মারধরে নিহত ফাতেমা বেগম (৪৫) হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিমসহ (৩৫) তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাত ৩টায় র‌্যাব৭ সিপিসি২ হাটহাজারী ক্যাম্পের একটি দল নগরীর বন্দর থানার ইশান মিস্ত্রির হাট এলাকায় ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার অন্য দুই আসামি হল নাসিমা আক্তার (৩৩) ও ছখিনা খাতুন (৫০)। তারা সকলেই আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুলাল পাড়া আজিজ মেম্বারের বাড়ির বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি মির্জা মো. হাছান জানান, পুলিশের সহযোগিতায় র‌্যাব৭ হাটহাজারী ক্যাম্পের একটি দল মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মে বিকেল ৫টায় বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই রেজাউল করিমসহ আসামিদের মারধরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা বেগম। এ ঘটনায় তার ভাই মো. আমিন বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি নুরুচ্ছফাসহ (নিহতের স্বামী) চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে পবিত্র জিলকদ মাস শুরু
পরবর্তী নিবন্ধফিটনেসবিহীন গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে