লোহাগাড়া উপজেলার কলাউজান নাথপাড়া কৃষ্ণাদ্বৈত মন্দির মহোৎসবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। এ সময় উপস্থিত ছিলেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি অধর কান্তি নাথ, সহসভাপতি মাস্টার খোকন কান্তি নাথ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ দেবনাথ, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি ডা. সুকুমার নাথ, ডা. মধু কান্তি দাশ, সাংবাদিক খোকন সুশীল, অরুন পাল, মুকুল দত্ত, বসন্ত দেবনাথ, ডা. সুজন কান্তি নাথ, ডা. মৃদুল কান্তি নাথ, ডা. সুভাষ চন্দ্র নাথ, অধর নাথ মহাজন, খোকন নাথ, মাস্টার রুপন কান্তি নাথ, সুমন দেবনাথ, রুবেল কান্তি নাথ, বিপ্লব দেবনাথ, প্রান্ত দেবনাথ প্রমুখ।