লোহাগাড়া উপজেলার কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ে পুলিন বিহারী মেমোরিয়াল স্কলারশিপ প্রদান অনুষ্ঠান গত মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগের মেধা তালিকায় উর্ত্তীণ ৯ জন শিক্ষার্থীর মাঝে বুয়েটের প্রাক্তন প্রফেসর ড. দীপক কান্তি দাশের পৃষ্ঠপোষকতায় পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপ প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমোরিয়াল স্কলারশীপের আহবায়ক মৃণাল কান্তি দাশ, মিলন মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও স্মারক প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, জাওয়াদুল ইসলাম জিয়াদ, জন্নাতুল মাওয়া নুছাইফা, ফাতেমা হোছাইন রাফি, ব্যবসায শিক্ষায় অচিতা দাশ দীঘি, নুর হোরাইনা, রামিসা মুসতারি প্রিমা, মানবিক শাখায় রিয়া নাথ, সাদিয়া ফরহানা শবনম, মোছাম্মৎ ছাবেকুন্নাহার। প্রেস বিজ্ঞপ্তি।